অবশেষে পুরনোদের বিদায় জানাতে চলেছে হোয়াটস অ্যাপ। হাজারো হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা হয়ত ইতিমধ্যেই তাদের ফোনে আর এই অ্যাপটি ব্যবহার করতে পারছেন না।
হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছিল যে যারা এখনো পুরনো এন্ড্রয়েড কিংবা আইফোন ব্যবহার করছেন, ২০১৬ সালের শেষের দিকে তারা আর তাদের ফোনে হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারবেন না। নতুন বছরের জন্য তারা বেশ কিছু নতুন ফিচার আনতে যাচ্ছেন যা পুরনো মডেলের ফোনগুলিতে ব্যবহার করা যাবে না। কিন্তু কেউ কেউ এই ঘোষণার সমালোচনাও করেছেন।
তারা বলছেন যে যারা এসব ফোন ব্যবহার করে সন্তুষ্ট ও ফোনের প্রতি এক ধরণের চাহিদা জন্মায়, এটি তাদের সাথে এক ধরণের অন্যায় করা হচ্ছে।
এন্ড্রয়েড ভার্সন ২.১ ও ২.২, আইফোন 3gs কিংবা আইওএস 6 এর ব্যবহারকারীরা আর এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না। উইন্ডোজ ফোন ৭ এর সাথেও ঠিক একই ঘটনা ঘটবে। এর থেকে উত্তরণের উপায় কি? জবাবটা হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ খুব সহজভাবেই দিয়েছে।
এসব ফোনের ব্যবহারকারীদের হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ নতুন মডেলের ফোন কিনবার পরামর্শ দিয়েছে।