
ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টেস্ট সিরিজ খেলতে আজ রাতেই ঢাকা এসে পৌঁছার কথা রয়েছে অসিদের। বাংলাদেশের উদ্দেশে বিমানে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়েছেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার।
দীর্ঘ ১১ বছর পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রাত ১০.৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের।
বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা জানিয়েছেন ওয়ার্নার। বিমানে উঠে সতীর্থ নাথান লিয়নের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে দেওয়া ছবির ক্যাপশনে ওয়ার্নার লেখেন, ‘আমি ও সতীর্থরা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। ঢাকা, আমরা আসছি।’
আজ রাতে ঢাকায় অবতরনের পর ২২ ও ২৩ আগস্ট দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দল। শনিবার জিমে যাবে সফরকারী দলের খেলোয়াড়রা। একই দিনে গনমাধ্যমের সামনে কথা বলবেন টিম অস্ট্রেলিয়ার সদস্য। ঢাকায় দুই দলের প্রথম টেস্টটি শুরু হবে ২৭ আগস্ট। এরপর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে তামিম-মুশফিক-সাকিবরা।