
আল-আমীন : সবার মঝে উদ্বেগ আর উৎকন্ঠা। আসলেন পুলিশের কর্তাব্যক্তি ও পৌর পিতা। ততক্ষণে এলাকার কয়েক শত নারী পুরুষ ঘটনাস্থলে উপস্থিত। কি আছে বস্তার মধ্যে?
সবাই যখন উৎসুক ঠিক তখনি, গাংনী থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সকল জল্পনা কল্পনার অবসান ঘটালেন। হাতে হাসুয়া থাকা কৃষক খেদের আলীকে বস্তার মুখটি কাটতে বললেন। কেটেই বেরিয়ে পড়লো একটি মোটা তাজা কুকুরের মৃতদেহ
কুকুরের মৃতদেহটি দেখে সকলেই হতবাক। আজ শনিবার বেলা ১১ টার সময় ঘটনাটি ঘটেছে গাংনী পৌর এলাকার ঝিনের পুল কলোণী রাস্তার মাঠের মধ্যে তালতলা নামক স্থানে।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, বেলা ১১ টার দিকে স্থানীয়রা ওই মাঠটিতে বস্তাবন্দি অবস্থায় একটি বস্তু দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ওই মাঠটিতে এসে বস্তার মুখে খুলে একটি কুকুরের মৃতদেহ দেখা যায়।
এসময় গাংনী পৌর সভার মেয়র আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে মেয়র আশরাফুল ইসলাম তার পৌর সভার পরিচ্ছন্নতা কর্মী দিয়ে মাটিতে পুতে ফেলেন।
এ নিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হলেও উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, পুলিশ ও স্থানীয়দের হয়রানী করতে এ কাজটি করেছে কোন ব্যক্তি।