অবিলম্বে পোশাক শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে পোশাক শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ঘোষণার দাবি জানানো হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার অনুষ্ঠিত এক মানববন্ধনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এ দাবি জানায়।

মানববন্ধনে মালিক এবং সরকারের যৌথ উদ্যোগে শ্রমিকদের জন্য রেশন, স্বাস্থ্য, পরিবহন, আবাসনের ব্যবস্থা করারও দাবি জানানো হয়।

বর্তমানে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা। তারা আট হাজার টাকা দাবি করছে।

বক্তারা বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত থেকে ৮০ শতাংশ বৈদেশিক মূদ্রা মুনাফা অর্জিত হয়। বহুজাতিক কোম্পানিগুলো ৭০ শতাংশের বেশি মুনাফা অর্জন করে। কিন্তু শ্রমিকদের জীবন ধারণের নিশ্চয়তা তারা দেয় না।

বক্তারা বলেন, প্রায় ৪০ লাখ শ্রমিক পোশাক শিল্পে জড়িত।

বক্তারা আরো বলেন, ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। তাহলে শ্রমিকরা কেন বাঁচার অধিকার পাবে না বলে প্রশ্ন রাখেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি ও ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের সদস্য নাজমা আক্তার, সাধারণ সম্পাদক নাহিদুল হাসান, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন সভাপতি রুহুল আমিন প্রমুখ।