অবৈধভাবে দেশে ফেরার সময় যশোরে আটক ৮৫

আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর : বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় ৮৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকালে পুটখালীর চরের মাঠ ও দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৩৬ জন পুরুষ, ২৫ জন নারী ও ২৪ শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলার বিভিন্ন গ্রামে।

২১ বিজিবির পুটখালী ক্যাম্পের নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, পুটখালীর চরের মাঠ থেকে ৫৫ জন এবং দৌলতপুর মাঠ থেকে ৩০ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।