অবৈধ অর্থ লেনদেন চক্রের পাঁচ সদস্যকে আটক

নিজস্ব প্রতিবেদক : অবৈধ অর্থ লেনদেন চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি দাবি করছে, আটকৃতদের মধ্যে হোতা রয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাদের নাম এখনো প্রকাশ করেনি সিআইডি।

বুধবার সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে প্রায় ১৫০টি পেওনিয়ার মাস্টার কার্ড ও ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।