
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে অবৈধ অস্ত্র রাখা অপরাধে এক যুবককে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বিলকিস আক্তার এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আলম বর্তমানে কারাগারে রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ মে চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং এক রাউন্ড গুলিসহ নুরুল আলমকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারের পর এসআই আব্দুল করিম বাদী হয়ে নুরুল আলমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি নুরুল আলমকে দোষী সাব্যস্ত করে ১৭ বছরের কারাদণ্ড দেয়।
গ্রেপ্তারের পর থেকেই আসামি কারাগারে রয়েছেন।