নিজস্ব প্রতিবেদক : প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলামকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়াকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালত এ নির্দেশ দেন।
এর আগে কল্যাণ কোরাইয়ার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন কলাবাগান থানার এসআই ওমর ফারুক। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
বুধবার সকালে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফত বলেন, ‘প্রথম আলো কর্তৃপক্ষের করা মামলায় কল্যাণকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তিনি জিয়াকে নয়, অন্য স্থানে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছেন বলে স্বীকার করছেন। তিনি জিয়া ইসলামের ঘটনা জানেন না বলে দাবি করেছেন। তবে তার এ কথা কতখানি সত্য, তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করলে বেরিয়ে আসবে।’
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির উল্টো দিকের রাস্তায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন জিয়া ইসলাম। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।