অভিনেত্রী আরিয়া ব্যানার্জির রহস্যজনক মৃত্যু

বলিউড অভিনেত্রী আরিয়া ব্যানার্জি। ‘লাভ সেক্স অর ধোকা’, ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। কলকাতার বাড়িতে রহস্যজনক মৃত্যু হয়েছে তার।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

এমনটাই জানা গেছে কলকাতার প্রথম সারির একাধিক গণমাধ্যম সূত্রে। সূত্রের খবর, শুক্রবার (১১ ডিসেম্বর) যোধপুর পার্কের বাড়ি থেকে আরিয়ার ব্যানার্জির মরদেহ উদ্ধার করা হয়েছে।

লেক থানা পুলিশ জানায়, তিনতলার বাড়িতে নিজের ঘরে অচেতন অবস্থায় পড়েছিলেন আরিয়া। গৃহপরিচারিকা ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খরব দেন।

পুলিশ আরও জানায়, উদ্ধারের সময় অভিনেত্রীর নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার আরও জানতে গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গেছে, মডেলিং থেকে অভিনয়ে আসেন আরিয়া। বলিউডে বেশ কয়েকটি প্রজেক্টে দেখা যায় তাকে। কিন্তু তিনি পরিচিতি পেয়েছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘লাভ সেক্স অর ধোকা’ এবং বিদ্যা বালনের সঙ্গে ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় অভিনয় করে। যোধপুর পার্কের ওই বাড়িতে একাই থাকতেন এ অভিনেত্রী।