বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। তার অভিনয় গুণে যেমন মুগ্ধ দর্শক তেমনি বিনয়ের প্রশংসাও রয়েছে ঢের।
সম্প্রতি বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেনের ব্যাগ বইয়ে তারই প্রমাণ আবারও দিলেন এই অভিনেতা। সুস্মিতার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ছবিতে এমন দৃশ্য দেখা যায়। তবে এ দৃশ্যটি রিল লাইফের নয় রিয়েল লাইফের।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানবন্দরে হঠাৎ সুস্মিতা সেনে সঙ্গে দেখা শাহরুখ খানের। সুস্মিতা তার দুই মেয়েকে নিয়ে একা ঘুরতে যাচ্ছিলেন। একই বিমানে ছিলেন শাহরুখ। তখন শাহরুখ নিজে থেকে এগিয়ে এসে সুস্মিতার ব্যাগ বহন করেন।
এ সময় সুস্মিতার দুই মেয়ে রেনে ও আলিশাকে সঙ্গে নিয়ে ছবিও তোলেন কিং খান। ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করে সুস্মিতা লিখেন, ‘আলিশা তো আঙ্কেল শাহরুখকে ছাড়তেই চাইছিল না।’