বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। অভিনয়নৈপুণ্যে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন এই তারকাপুত্র। তারকা সন্তানরা খুব স্বাভাবিকভাবেই পরিবারের কিছু দায়িত্ব ইন্ডাস্ট্রিতে পালন করে থাকেন। আর তা কাজের মাধ্যমে করতে হয়।
খুব বেশি দিন হয়নি চলচ্চিত্রে পা রেখেছেন রাম চরণ। কিন্তু অভিনয় আর দায়িত্বশীলতার জন্য নিজেকে অন্য জায়গায় নিয়ে গেছেন এই অভিনেতা। নিজগুণে অন্য নায়কদের চেয়ে আলাদা তিনি। সম্প্রতি রাম চরণের প্রশংসা করে এমনই মন্তব্য করেন গীতিকার বাশা শ্রী।
এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে বাশা শ্রী বলেন, ‘রাম চরণের মতো ব্যাকগ্রাউন্ড থেকে যারা নিজের ইচ্ছায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন, তাদের কাজ অন্যদের চেয়ে ভিন্ন। অন্য সাধারণ ব্যক্তিদের চেয়ে রাম চরণ দ্বিগুণ পরিশ্রম ও নিষ্ঠাবান। কারণ সে চেষ্টা করে যেন তার পরিবারের উত্তরাধিকার নষ্ট না হয়। যদিও বাইরে থেকে এটা সহজ মনে হয় কিন্তু এটা সহজ কাজ নয়।’
২০০৭ সালে ‘চিরুথা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন রাম চরণ। তারপর অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। ভারতীয় অভিনেতা চিরঞ্জীবী রাম চরণের বাবা।