নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলায় ফেসবুকে উস্কানী দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রসরাজের নিঃশর্তে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও তার পরিবার।
শুক্রবার সকালে এ দাবি জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে সংগঠনের (একাংশের) মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘নাসিরনগরে মিথ্যা গুজব ছড়িয়ে হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে স্থানীয় ফারুকসহ তার সহযোগীরা। রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক এ হামলা চালানো হয়। অথচ এর দায় চাপিয়ে দেওয়া হয় রসরাজের ওপর। পুলিশও তাকে ওই অভিযোগে গ্রেপ্তার করে। হামলার এতো দিন পর এর পেছনে যারা ছিলেন তাদের নাম বের হয়ে এসেছে।’
একই সময়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংগঠনের অপর অংশের এক সংবাদ সম্মেলনে রসরাজকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। সম্মেলনে রসরাজের মা নমিতা রানী দাস বলেন, ‘আমার ছেলে এসব কিছুর সঙ্গে নেই। তারপরও তাকে পুলিশ আটকে রেখেছে। কোনো অপরাধ না করেই কেন সে জেল খাটছে?’
রসরাজের বাবা জগন্নাথ চন্দ্র দাস বলেন, ‘ছেলে আমার লেখাপড়া জানে না। ফেসবুক চালাতে পারে না। সে কীভাবে ধর্মীয় উস্কানি দেবে। অন্যায়ভাবে তাকে পুলিশ আটকে রেখেছে। সরকারের কাছে দাবি প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আমার ছেলেকে ছেড়ে দেওয়া হোক।’
সংগঠনের অপর অংশের মহাসচিব আনন্দ বিশ্বাস বলেন, ‘যে কাজ রসরাজ করেনি সেই কাজের দায় তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছিল, যা দুঃখজনক। আমরা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারপূর্বক রসরাজের মুক্তি দাবি করছি। পাশাপাশি প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি করছি।’