নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
বুধবার সকাল ৯টার দিকে এমপি রানাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়ার আদালত এ অভিযোগ গঠন করেন। এর আগে সকালে এমপি রানাকে আদালতে হাজির করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে টাঙ্গাইল আদালত চত্বরে আনা হয়। আগামী ১৮ অক্টোবর এ মামলায় স্বাক্ষ্য গ্রহণের জন্য আদালত দিন ধার্য করেছেন।
টাঙ্গাইলের এক নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফারুক হত্যা মামলাটি বিচারাধীন। এই আদালতে গত বছরের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন সাংসদ আমানুর রহমান খান রানা। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসার কাছ থেকে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিনদিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
প্রথমে থানা-পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত করে। ২০১৪ সালের আগস্টে এ মামলায় আনিসুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী গ্রেপ্তার হন। তাদের স্বীকারোক্তিতে এ হত্যাকাণ্ডে সাংসদ আমানুর রহমান খান ও তার তিন ভাই জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে।