বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই অভিনীত সিনেমা ‘সর্বজিত’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ‘সর্বজিত’ সিনেমায় চমৎকার অভিনয় করেছেন তিনি। অন্যদিকে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছেন।
এই দুই সিনেমায় ভালো অভিনয়ের জন্য সম্প্রতি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন এই অভিনেত্রী। এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে স্বামীর প্রতি তার ভালোবাসা জানান ঐশ্বরিয়া। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সম্মাননা ক্রেস্ট গ্রহণ করতে গিয়ে ঐশ্বরিয়া বলেন, ‘অভিষেক বচ্চনকে ছাড়া আমার সব সফলতাই অসম্পূর্ণ।’
ঐশ্বরিয়া আনন্দের মুহূর্তগুলোতে তার পরিবারের সদস্যদের সঙ্গে রাখেন। যার কারণে ঐশ্বরিয়া যখন কোনো অ্যাওয়ার্ড নিতে যান তখন প্রথমেই অভিষেককে জানান। এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অভিষেক বচ্চনের উপস্থিত থাকার কথা ছিল না। কিন্তু পরবর্তীতে জানতে পারেন অভিষেক অনুষ্ঠানে এসেছেন। এরপর অভিষেক মঞ্চে উঠে ঐশ্বরিয়াকে জড়িয়ে ধরেন। অভিষেককে দেখে ঐশ্বরিয়া অনেক খুশি হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন। ঐশ্বরিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিগ বি।