অরফানেজ ট্রাস্ট মামলায় পুনঃতদন্ত চান খালেদার আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেছেন তার আইনজীবীরা।

সোমবার পুরান ঢাকার বকশীবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এ আবেদন করেন তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আরো শুনানি হবে বলে জানিয়েছেন।

এদিকে সোমবার মামলাটিতে খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু ‍তার আইনজীবীরা আত্মপক্ষ শুনানি পেছানোর জন্য আবেদন করেন। একইসঙ্গে খালেদা জিয়াও আদালতের কাছে সময় প্রার্থনা করেন।

দুপুরের পর এ বিষয়ে শুনানি হবে বলে আদালত জানান।