
নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় রাজ্য ও আশিয়ানভুক্ত দেশগুলোতে অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হচ্ছে।
শুক্রবার ভারতে তৃতীয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কলকাতার মিলনমেলা হলে দুই দিনব্যাপী এ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় ভারতকে কৌশলগত উন্নয়ন অংশীদার হিসেবে অগ্রাধিকার দিয়ে থাকে। শিল্পক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ এবং বাণিজ্য বহুমুখীকরণের মাধ্যমে দুই দেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। বাংলাদেশে উৎপাদিত শিল্পপণ্য ভারতে রপ্তানির সুযোগ আছে। এ ছাড়া, যৌথ বিনিয়োগের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা যেতে পারে।
তিনি আরো বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ ইতিমধ্যে কার্যকর উদ্যোগ নিয়েছে। দেশের বিনিয়োগনীতি এবং শিল্পনীতি আধুনিক ও যুগোপযোগী করে ঢেলে সাজানো হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রয়োজনীয় সেবা ও প্রণোদনা জোরদার করা হয়েছে। পাশাপাশি সড়ক, মহাসড়ক, বন্দরসহ যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার ১০০টি ইকোনোমিক জোন গড়ে তুলছে। ভারতের উদ্যোক্তারা চাইলে তাদের জন্যও একটি বিশেষায়িত শিল্পাঞ্চল বরাদ্দ দেওয়া হবে।
শুক্রবার শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল এসব তথ্য জানান।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এ সম্মেলনের উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পশ্চিমবঙ্গের গভর্নর কেশরীনাথ ত্রিপাঠী, ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রমুখ।
বাংলাদেশসহ ২৭টি দেশের প্রতিনিধি, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।