অর্থনৈতিক অঞ্চলগুলোর বর্জ্য পানি আলাদাভাবে শোধনের আহ্বান

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর বর্জ্য পানি আলাদাভাবে শোধনের আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন ২০৩০ ওয়াটার রিসোর্স গ্রুপ (ডব্লিউআরজি) বাংলাদেশ অংশের সমন্বয়ক সাইফ তানজীম কাইয়ুম।

মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক অঞ্চলে পানি শোধন প্রযুক্তি বিষয়ক এক কর্মশালায় এ আহ্বান জানান তিনি।

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে সম্মিলিত পানি শোধন প্রযুক্তি (সিইটিপি) স্থাপনের বিষয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজা ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের ‘২০৩০ ওয়াটার রিসোর্স গ্রুপ’ ঢাকায় যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে ডব্লিউআরজির বাংলাদেশ অংশের সমন্বয়ক সাইফ তানজীম কাইয়ুম জানান, অর্থনৈতিক অঞ্চলগুলোর বর্জ্য পানি আলাদাভাবে শোধন করতে যে খরচ হবে, সম্মিলিতভাবে করলে অনেক কমে আসবে। অর্থনৈতিক অঞ্চলগুলোতে এ ধরনের প্রযুক্তির সুবিধা পাওয়া সহজ।

কর্মশালায় অন্যদের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছ উল আলম মণ্ডল, ২০৩০ ডব্লিউআরজির আঞ্চলিক প্রধান বাস্তিয়ান মহরমানসহ বিশেষজ্ঞরা মতামত তুলে ধরেন।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, কারখানা মালিক, প্রযুক্তি সহায়তা প্রদানকারী, অবকাঠামো নির্মাণকারী, বিনিয়োগকারীরা তাদের মতামত তুলে ধরেন।

প্রসঙ্গত, রপ্তানি আয় বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ২০১০ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল গঠিত হয়। আগামী ১৫ বছরে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।