সংসদ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার ফলে দেশে সন্ত্রাসী কর্মকা- এবং জঙ্গি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। ফলে সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং অর্থনৈতিক ভিত্তি দৃঢ় হচ্ছে।
বুধবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে টেবিলে উত্থাপিত শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে সংসদ নেতা একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সব ধরনের নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত ব্যবস্থার ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকার ফলে দেশে সন্ত্রাসী কর্মকা- এবং জঙ্গি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।’
জাসদের নাজমুল হক প্রধানের অপর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী এ পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করেছে। দেশে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার ক্ষেত্রে সরকার সর্বাত্মক কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে।’
সরকার দলীয় সদস্য কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে গত ১৭ জানুয়ারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার টেলিফোন আলাপের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘ওই আলাপের ফলে মালয়েশিয়ার সরকার আনডকুমেন্টেড বিদেশি কর্মীদের জন্য সাময়িক ওয়ার্ক পাস ইস্যুর ঘোষণা দিয়েছে। ফলে মালয়েশিয়ায় অবস্থানরত আনুমানিক সাড়ে ৪ লাখ আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মী সে দেশে কাজের সুযোগ পাবেন। না হলে তাদেরকে দেশে ফিরে আসতে হতো।’