‘অসাধারণ একটি মৌসুম কাটল’

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে ১২ গোল করে সবার শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের পারফরম্যান্স নিয়ে রোনালদোর ভাষ্য, ‘আমি ফাইনালে দুই গোল করেছি। আবারও চ্যাম্পিয়নস লিগের টপ স্কোরার হয়েছি। মৌসুমের শেষটা দারুণ কেটেছে। আমি নিজেকে এর জন্য প্রস্তুত করেছি। যেভাবে শেষ হয়েছে তাতে আমি সন্তুষ্ট। এখন লক্ষ্য আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ট্রফিটাও জেতা।’

রিয়ালের উৎসবের রাতে নিন্দুকের নিন্দা বন্ধ থাকেনি। কার্ডিফে রোনালদোকে বিরক্ত করেছে শিষ বাজিয়ে। এ নিয়ে এক প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘এ মুহুর্তে এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। এ মুহুর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সাফল্য নিয়ে আলোচনা করা। আমি অসাধারণ একটি মৌসুম শেষ করেছি। আমি এবং আমার সতীর্থরা ডাবল শিরোপা জিতেছি। আমার সমালোচনা করতেই পারেন কিন্তু আমার সাফল্যগুলোকে অস্বীকার করতে পারবেন না।’


জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের ১২তম শিরোপার স্বাদ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফাইনালের ম্যাচসেরা পুরস্কার পেয়েছেন পর্তুগিজ তারকা। গুরু স্যার অ্যালেক্স ফার্গুসন কার্ডিফে রোনালদোকে তুলে দেন ম্যাচসেরা পুরস্কার।

শিরোপা জয়ের দিনে রোনালদোর আনন্দ দ্বিগুণ হয়েছে ব্যক্তিগত সাফল্যে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিন ফাইনালে গোল করার কৃতিত্ব দেখান রোনালদো। পাশাপাশি প্রতিযোগীতামূলক ফুটবলে ৬০০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন সিআরসেভেন। ক্লাবকে মৌসুমের দ্বিতীয় শিরোপা জেতানোর পাশাপাশি মৌসুমে সর্বোচ্চ গোলের খেতাবও জিতেছেন রোনালদো। সব মিলিয়ে মৌসুমের শেষটা দারুণ হয়েছে এ সুপারস্টারের।

ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রোনালদো বলেন,‘অসাধারণ একটি মৌসুম কাটল। লা লিগার পর আমরা চ্যাম্পিয়নস লিগও জিতলাম। আমরা আরেকটি রেকর্ডও গড়েছি। চ্যাম্পিয়নস লিগের শিরোপা টানা জিতেছি আবার সর্বোচ্চ স্কোরও গড়েছি। এর থেকে বেশি কি চাওয়ার থাকতে পারে। সেরা এ মুহুর্তগুলোকে এখন উপভোগ করব এবং কিছুদিন পর আমার দল পর্তুগালের হয়ে কাজ করা শুরু করব।’

চারবারের বর্ষসেরা খেতাব পাওয়া রোনালদোর সামনে আরেকটি ট্রফি জয়ের সুযোগ। নিশ্চিতভাবেই এবারও বর্ষসেরা পুরস্কার পাবেন সিআর সেভেন। এ বিষয়ে জানতে চাইলে রোনালদো বড় কোনো উত্তর দেননি। আগ্রহ না দেখিয়ে শুধু বলেছেন,‘দেখা যাক।’

৮৫৫ ম্যাচে ৬০০ গোল করা রোনালদো চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচ নিয়ে বলেন, ‘বিরতির সময়ে আমরা ইতিবাচক ছিলাম। আমরা নিজেদের উপর আস্থা রেখেছিলাম। আমরা জানতাম আমরা ভালো দল। দ্বিতীয়ার্ধে আমরা প্রমাণ করেছি আমরা ভালো দল। আমরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা ডিজার্ভ করি।’