নিউজ ডেস্ক : ফিরে এসেছে বিশ্ব চলচ্চিত্রের তারকাদের আনন্দের ভেলায় ভাসার সময়। কারণ ২৬ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) বসছে আলো ঝলমলে বিনোদন দুনিয়ায় তারকাদের কাজের সবচেয়ে বড় স্বীকৃতি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের মূল আসর। তাই বিনোদন জগতের তারকা থেকে শুরু করে তাদের ভক্তকূল; সবার দৃষ্টি অস্কার আসরের দিকে।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে চলচ্চিত্র জগতের সবচেয়ে জমকালো আয়োজন ‘অস্কার’র ৮৯তম আসর। আসন্ন এ মহোৎসবকে সামনে রেখে এবারের অস্কারের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে সাজানো এ প্রতিবেদন।
উপস্থাপক :
অস্কারের ৮৯তম আসর উপস্থাপনা করবেন মার্কিন কমেডিয়ান ও টক শো উপস্থাপক জিমি কিমেল। এবারই প্রথম অস্কারের মঞ্চে সঞ্চালক হিসেবে হাজির হবেন তিনি। অস্কার মঞ্চে প্রথমবার হাজির হলেও জিমি কিমেলের ঝুলিতে রয়েছে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ও চলতি বছরের অ্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা। গত বছর ৮৮তম অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেন কমেডিয়ান ক্রিস রক, অ্যালেন ডিজেনারেস এবং নীল প্যাট্রিক হ্যারিস। কিন্ত গত কয়েক বছরের অস্কারের ইতিহাসে সর্বনিম্ন টিভি রেটিং পায় এ আয়োজন। ফলে অস্কার কমিটি এবার এই গুরু দায়িত্ব দিয়েছেন জিমি কিমেলকে।
অস্কারের দৌড়ে এগিয়ে থাকা সিনেমাগুলো:
এবারের ৮৯তম অস্কারে ১৪টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড করেছে রায়ান গসলিং ও এমা স্টোনের ‘লা লা ল্যান্ড’ সিনেমাটি যা জেমস ক্যামেরনের ১৪ বিভাগে মনোনয়ন পাওয়া টাইটানিকের রেকর্ড ছুঁয়ে দিয়েছে। দ্বিতীয় সর্বাধিক আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে কল্প-বিজ্ঞানধর্মী সিনেমা ‘অ্যারাইভাল’ ও ‘মুনলাইট’। ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে হ্যাকস রিজ, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি। আর চারটি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ফেন্সেস’ ও ‘হেল অর হাই’।
অস্কারের দৌড়ে এগিয়ে থাকা তারকারা :
মনোনয়নের পর থেকে পুরস্কার বিতরণের আগ পর্যন্ত কারা কারা পেতে পারেন পুরস্কার তা নিয়ে আলোচনার ঝড় বয়ে যায়। আসুন এক নজরে চোখ বুলিয়ে নেই কাদের হাতে উঠতে পারে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানিত এই পুরস্কার।
মনোনীত হওয়াদের মধ্যে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে রয়েছেন রায়ান গসলিং (লা লা ল্যান্ড), কেসেই অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি), অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাকস রিজ), ভিগো মরটেনসেন (ক্যাপ্টেন ফ্যানটাসটিক), ডেনজেল ওয়াশিংটন (ফেন্সেস)।
শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে রয়েছেন এমা স্টোন (লা লা ল্যান্ড), ইসাবেল হুপার্ট (এলে), রুথ নেগা (লাভিং), নাটালি পোর্টম্যান (জ্যাকি), মেরিল স্ট্রিপ (ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স)।
শ্রেষ্ঠ সহ-অভিনেতা হিসেবে মাহেরশালা আলি (মুনলাইট), দেব প্যাটেল (লায়ন), জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি), মাইকেল শ্যানন (নকটারনাল অ্যানিমালস)।
শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসেবে মিশেল উইলিয়ামস (ম্যানচেস্টার বাই দ্য সি), ভিয়োলা ডেভিস (ফেন্সেস), নিকোল কিডম্যান (লায়ন), নাওমি হ্যারিস (মুনলাইট), অক্টেভিয়া স্পেনসার (হিডেন ফিগারস)।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যারা :
অস্কারের দীর্ঘদিনের প্রথা অনুসারে বিগত আসরের পুরস্কার বিজয়ী তারকারাই চলতি আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সুতরাং ৮৮তম আসরের বিজয়ী তারকা লিওনার্দো দ্য ক্যাপ্রিও, ব্রি লারসন, আলিসা ভিকানদার এবং মার্ক রেলান্স থাকবেন এবারের আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য। এছাড়া এবারো অস্কার মঞ্চে আলো ছড়াবেন হ্যালি বেরি, ক্রিস ইভান্স, শার্লে ম্যাক্লেইনের মতো তারকারা।
অস্কার মঞ্চ মাতাবেন যারা :
৮৯তম অস্কার মঞ্চ মাতাবেন বিশ্ব সংগীতের এক ঝাঁক নক্ষত্র। লিন-ম্যানুয়েল মিরান্ডা, জন লেজেন্ড, স্টিং ও জাস্টিন টিম্বারলেকের মতো শিল্পীরা দাপিয়ে বেড়াবেন অস্কার মঞ্চ। এবারের আসরে মনোনয়ন পাওয়া পাঁচটি গান গাইবেন তারা। জন লেজেন্ড গাইবেন ‘লা লা ল্যান্ড’ সিনেমাতে গাওয়া ‘স্টার্ট এ ফায়ার’। ‘মোয়ানা’ সিনেমার ‘হাউ ফার আই উইল গো’ গাইবেন মিরান্ডা। জাস্টিন গাইবেন ‘ট্রল’ সিনেমার ‘কান্ট স্টপ দ্য ফিলিং’। আর স্টিং গাইবেন ‘জিম : দ্য জেমস ফোলি স্টোরি’ সিনেমার ‘দ্য এম্পটি চেয়ার’ গানটি।
গত আসর থেকে এবারের আসরের লক্ষণীয় পার্থক্য :
অস্কার পুরস্কারকে অনেকেই বলেন শ্বেতাঙ্গ তারকাদের মঞ্চ। তবে এ বছর অস্কার কমিটি আন্তরিকভাবে চাইছে এই বিতর্কের দাগ মুছে ফেলতে। ফলে ৮৮তম আসরে যেখানে সেরা অভিনয়শিল্পী বিভাগে মনোনীত ২০ জনই ছিলেন শ্বেতাঙ্গ এবার সেখানে সেরা অভিনয়শিল্পী বিভাগে মনোনীত ২০ জনের ৭ জন কৃষ্ণাঙ্গ। এর মধ্য দিয়ে হলিউডে শ্বেতকায়দের আধিপত্য কমার ইঙ্গিত দেখছেন চলচ্চিত্র বোদ্ধারা। তবে বিশ্ব চলচ্চিত্রে অনেক তারকাই মনে করেন অস্কারের কোটায় কৃষ্ণাঙ্গ, এশীয়, ল্যাটিন ও জাতিগতভাবে সংখ্যালঘুদের আরো বেশি যুক্ত করা প্রয়োজন।
ভেঙ্গে যেতে পারে যে সব রেকর্ড :
প্রতি বছর অস্কারের ঘোষণা যেমন নতুন কিছু রেকর্ডের জন্ম দেয় তেমনি ভেঙ্গে দেয় পুরাতন অনেক রেকর্ড। বেরি জেনকিন্স যদি সেরা পরিচালক ক্যাটাগরিতে এবার পুরস্কার জেতেন তাহলে তিনিই হবেন সেরা পরিচালক হিসেবে অস্কার জেতা প্রথম কৃষ্ণাঙ্গ তারকা। সেরা ডকুমেন্টারি ক্যাটাগরিতে এভা ডুভরনে যদি পুরস্কার জেতেন তাহলে তিনিই হবেন সেরা ডকুমেন্টারি পরিচালক হিসেবে অস্কার জেতা প্রথম কৃষ্ণাঙ্গ তারকা।
ফেনসেস তারকা ডেনজেল ওয়াশিংটন এবারের আসরে পুরস্কার জিতলে তিনিই হবেন সর্বাধিক অস্কার জেতা কৃষ্ণাঙ্গ তারকা। ‘অস্কার রানি’ খ্যাত মেরিল স্ট্রিপ হয়তো এবারই ছুঁয়ে ফেলতে পারেন ক্যাথরিন হেপবার্নের সর্বাধিক ৪বার অস্কার জেতার রেকর্ড। ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ তারকা লুকাস যদি শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা বিভাগে অস্কার জেতেন তাহলে তিনি ভেঙ্গে দিবেন ১৯৮১ সালে টিমোথি হাটনের সর্বকনিষ্ঠ অস্কার জেতার রেকর্ড।