অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ বিকেএসপিতেই

ক্রীড়া প্রতিবেদক : ফতুল্লা স্টেডিয়ামের প্রবেশ পথ এবং মাঠে প্রবেশ পথ এখনও পানির নিচে ডুবে আছে। স্টেডিয়ামের প্রবেশ পথের চারটি রাস্তাও ডুবে আছে নোংরা পানিতে। অথচ এ স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসছে ১৮ আগস্ট। ২২ ও ২৩ আগস্ট দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। সফরসূচী অনুযায়ী ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ। কিন্তু স্টেডিয়াম পানির নিচে! যতদিন সময় আছে ততদিনে পানি সরিয়ে খেলার চিন্তা করা অবাস্তব! বিসিবিও বিষয়টি সম্পর্কে অবগত। এ কারণে বিকল্প ভেন্যুর কথা চিন্তা করেছে আয়োজকরা।বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া কিছুদিন আগেই বলেছেন,‘ফতুল্লার বিকল্প হিসেবে বিকেএসপির ৩ নম্বর মাঠকে প্রস্তুত করা হচ্ছে। ওখানে উইকেট প্রস্তুত আছে। আউটফিল্ডও দারুণ আছে। এছাড়া ড্রেসিং রুমের ব্যবস্থাও ভালো।’

ফতুল্লা স্টেডিয়াম দেখে সন্তুষ্ট হওয়ার পরই অস্ট্রেলিয়া সেখানে খেলতে সম্মত হয়েছে। তারা কি বিকেএসপি ভ্রমণ করতে চাইবে? বিসিবি এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ভেন্যু পরিবর্তের চিঠি পাঠিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়াকে বিকেএসপির মাঠ, ড্রেসিং রুম, আউটফিল্ড এবং অন্যান্য সুযোগ-সুবিধার কথা জানানো হয়েছে। পাশাপাশি স্টেডিয়ামে আসা-যাওয়ার পথে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও অবগত করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। তারা সবুজ সংকেত দিলেই বিকেএসপিতে খেলার আয়োজন করতে পারবে বিসিবি। এরই মধ্যে বিসিবি থেকে ঢাকা জেলা পুলিশকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে চিঠি দেয়া হয়েছে।