ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে জয় দেখছে দক্ষিণ আফ্রিকা।
জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে দক্ষিণ আফ্রিকার চাই ৬ উইকেট, আর অস্ট্রেলিয়ার প্রয়োজন আরো ৩৭০ রান।
৫৩৯ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৬৯। উসমান খাজা ৫৮ ও মিচেল মার্শ ১৫ রানে অপরাজিত আছেন।
ওয়াকায় দক্ষিণ আফ্রিকাকে কখনোই টেস্টে হারাতে পারেনি অস্ট্রেলিয়া। ইতিহাস বদলাতে হলে অসিদের গড়তে হবে নতুন রেকর্ডও।
টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়া সর্বোচ্চ ৪০৪ রান তাড়া করে জিততে পেরেছে, ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে লিড টেস্ট। চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানই আর ২ বেশি, ২০০৯ সালে লর্ডস টেস্টে।
ওয়াকায় কোনো দল চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৪ রান তাড়া করে জিততে পেরেছে, ২০০৮ সালে যেটি দক্ষিণ আফ্রিকা জিতেছিল ৬ উইকেটে। এই মাঠে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর মাত্র ৩৮১।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। প্রথম ইনিংসে ১৫৮ রানের উদ্বোধনী জুটি গড়া ডেভিড ওয়ার্নার ও শন মার্শ মিলে ১২ ওভারে তোলেন ৪৮ রান। কিন্তু কাগিসো রাবাদার করা পরের ওভারেই পাঁচ বলের ব্যবধানে ফিরে যান দুই ওপেনার।
রাবাদার প্রথম বলেই ফিরে যেতে পারতেন ওয়ার্নার। তবে অস্ট্রেলিয়ান ওপেনারের ফ্লিকটি থার্ড স্লিপে দাঁড়ানো ডিন এলগারের মাথার সামান্য ওপর দিয়ে চার হয়ে যায়। পরের বলেই দুর্দান্ত এক থ্রোয়ে ওয়ার্নারকে (৩৫) রানআউট করেন তেম্বা বাভুমা। ওভারের শেষ বলে দ্বিতীয় স্লিপে ফাফ ডু প্লেসিসকে ক্যাচ দিয়ে ফিরে যান আরেক ওপেনার মার্শ (১৫)। অস্ট্রেলিয়ার স্কোর তখন ২ উইকেটে ৫২।
এরপর উসমান খাজাকে নিয়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক স্টিভেন স্মিথ। দুজন গড়েন ৯২ রানের জুটি। তবে স্মিথকে কুইন্টন ডি ককের ক্যাচ বানিয়ে ৩১.৩ ওভার স্থায়ী জুটিও ভাঙেন সেই রাবাদা। দক্ষিণ আফ্রিকান পেসার নিজের পরের ওভারে এসে অ্যাডাম ভোজেসকেও (১) সাজঘরের পথ দেখান। অস্ট্রেলিয়ার স্কোর তখন ৪ উইকেটে ১৪৬। ২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের বাকিটা সময় অবশ্য নিরাপদেই কাটিয়ে খাজা ও মিচেল মার্শ।
এর আগে তৃতীয় দিনের ৬ উইকেটে ৩৯০ রান নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ডি কক ও ভারনন ফিল্যান্ডারের উইকেট হারিয়ে আরো ১৫০ রান যোগ করে ৮ উইকেটে ৫৪০ রানে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ডি কক ৬৪ ও ফিল্যান্ডার করেন ৭৩ রান। দুজন সপ্তম উইকেটে গড়েন ১১৬ রানের বড় জুটি। ৪১ রানে অপরাজিত ছিলেন অভিষিক্ত কেশব মাহরাজ।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ২৪২
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২৪৪
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস : ৫৪০/৮ (ডুমিনি ১৪১, এলগার ১২৭, ফিল্যান্ডার ৭৩, ডি কক ৬৪; সিডল ২/৬২, মিচেল মার্শ ২/৭৭, হ্যাজেলউড ২/১০৭)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : (লক্ষ্য ৫৩৯) ৫৫ ওভারে ১৬৯/৪ (ওয়ার্নার ৩৫, স্মিথ ৩৪, খাজা ৫৮*, মিচেল মার্শ ১৫*; রাবাদা ৩/৪৯)।