
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্ত্রসহ আবদুল্লাহ আল নোমান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার রসুলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি অস্ত্র ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আবদুল্লাহ আল নোমান ওই উপজেলার গোপালপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শাহ আলমের ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল্লাহ আল নোমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি এলজি অস্ত্র ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।