নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সমুদ্র উপকূল থেকে দেশীয় অস্ত্রসহ ২৪ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার ভোররাতের দিকে কোস্টগার্ড পূর্বাঞ্চলের একটি দল সন্দ্বীপের টেংগার চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকদের কাছ থেকে আটটি রামদা এবং নৌ-ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ডের চট্টগ্রাম পূর্বাঞ্চলের কমান্ডার শহিদুল ইসলাম ২৪ জলদস্যু আটকের বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ উপজেলার টেংগার চর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২৪ জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় জলদস্যুদের বহনকারী দুটি বড় নৌকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।