অস্ত্র ও গোলাবারুদসহ ১২ জলদস্যুর আত্মসর্মপণ

পটুয়াখালী প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে সুন্দরবনের নোয়া বাহিনীর ১২ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন।

শনিবার দুপুর ১টার দিকে কুয়াকাটার রাখাইন মার্কেট মাঠে তারা আত্মসর্মপণ করেন।  র‌্যাব-৮ এ আত্মসর্মপণ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় র‌্যাবের মহাপরিচালক মো. বেনজীর আহমেদ, র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল  মো. আনোয়ার উজ  জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজাজামান খান কামাল জলদস্যু বাহিনীর প্রত্যেকের পরিবারকে  ২০ হাজার টাকা অনুদান এবং শীতবস্ত্র প্রদান করেন।

আত্মসমর্পণকারী জলদস্যুরা হলেন নোয়া বাহিনীর প্রধান মো. বাকি বিল্লাহ মিয়া (৩৭), মো. মনিরুল শেখ (৩৮), মানজুর মোল্লা ওরফে রাঙ্গা (৪২), মো. মুক্ত শেখ (৩৭), মো. তরিকুল শেখ (৬০), মো. আকবর শেখ (৪২), মো. কিবরিয়া মোড়ল (৪০), মো. জাহাঙ্গীর শেখ ওরফে মেজ ভাই (৪৮), আল আমিন সিকদার (৫০), ইউনুচ শেখ ওরফে দুলাল ঠাকুর (৪০), মিলাদুল মোল্লা ওরফে কালু ডাকাত (২৮), মোশারফ হোসেন (৩৭)। এদের বাড়ি বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।

আত্মসমর্পণকালে জলদস্যুরা সাতটি বিদেশি একনালা বন্দুক, আটটি বিদেশি দোনালা বন্দুক, দুটি বিদেশি এয়ার রাইফেল, তিনটি ওয়ান শুটারগান, দুটি রাইফেল, তিনটি কাটা রাইফেল ও ১১০৫ রাউন্ড গুলি জমা দিয়েছেন।