অস্ত্র, গুলি ও বোমাসহ পাঁচ ডাকাত আটক

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গুলি ও বোমাসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রাগপুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান জানান, একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল প্রাগপুর মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় মোমিন (২৮), সিরাজুল (৩৫), সামিরুল (৩০), জুবেল (২৪) ও জাহারুল (৩২) নামে পাঁচ ডাকাতকে আটক করা হয়।

তিনি আরো জানান, ডাকাতদের কাছ থেকে একটি বন্দুক, দু্ই রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বাড়ি দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামে।