
নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতি মাসের শেষ সপ্তাহে বিশেষ অভিযান চালানোর আদেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে। সাম্প্রতিক এই আদেশের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে সারাদেশে চলতি মাসের অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. কামরুজ্জামান জানান, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান।
বাহিনীর সব ইউনিটকে আরও গতিশীল করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম মাঝেমধ্যেই চালানো হয়।
বিশেষ অভিযান সম্পর্কিত আদেশে বলা হয়েছে, প্রতি মাসের শেষ সপ্তাহে অস্ত্র ও মাদক উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য বিশেষ অভিযান পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চলতি ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ এহসান সাত্তার ওই আদেশে স্বাক্ষর করেছেন।