অস্ত্র মামলায় জেএমবি সদস্যকে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় সেলিম ওরফে হারুন (৩৩) নামে এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত সেলিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বকরিটোলা গ্রামের দুরুল হুদার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ জুলাই র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চরাঞ্চল জহুরপুর বেলপাড়া গ্রামে অভিযান চালান। এ সময় র‌্যাবের সঙ্গে জেএমবি সদস্য সেলিম ওরফে হারুন বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে র‌্যাব তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই সময় তার কাছ থেকে একটি পিস্তুল, দুইটি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে তার শ্বশুরবাড়ি বকরিপাড়া এলাকা থেকে ছয়টি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। পরের দিন র‌্যাব-৫, রাজশাহীর এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন আকন্দ ২০০৯ সালের ৬ আগস্ট সেলিমের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক আজ এই মামলার রায় দেন।