
বিনোদন প্রতিবেদক : ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘বস টু’ শিরোনামের চলচ্চিত্র। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন ওপার বাংলার নির্মাতা বাবা যাদব। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার সুপারস্টার জিৎ, শুভশ্রী, বাংলাদেশের নুসরাত ফারিয়া।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমার নির্মাণ কাজ ইতিমধ্যে প্রায় শেষ হয়েছে। মুক্তিকে সামনে রেখে গতকাল ২ মে, ইউটিউবে এ সিনেমার ট্রেইলার প্রকাশ করা হয়। ২ মিনিট ৩৬ সেকেন্ড দৈর্ঘ্যের এ ট্রেইলারে অ্যাকশন, স্বপ্ন পূরণের লক্ষ্য আর ভালোবাসার স্পর্শ দেখা যায়।
জিৎ, শুভশ্রী, ফারিয়া ছাড়াও এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়া আরো অভিনয় করছেন অমিত হাসান, কৌশিক সেন, সীমান্তসহ অনেকে।
ইতিমধ্যে সিনেমাটি ২৫টি প্রেক্ষাগৃহ বুকিং দিয়েছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান।
২০১৩ সালে কলকাতার ‘বস’সিনেমার সিক্যুয়েল ‘বস টু’। বাংলাদেশের অংশের প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ভারতের অংশের প্রযোজনা করছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান।
দেখুন : ‘বস টু’ ট্রেইলার