অ্যাঙ্গোলায় ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : অ্যাঙ্গোলায় একটি ফুটবল স্টেডিয়ামে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে নিহত হয়েছেন কমপক্ষে ১৭ জন।

শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর উগিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

অ্যাঙ্গোলার ফার্স্ট ডিভিশনের একটি ম্যাচ চলাকালে স্টেডিয়ামে ঢুকতে না পারা শত শত দর্শক ফটক ভেঙে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে পদপিষ্ট হন অনেকে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন।

একজন চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন, পড়ে গিয়ে উঠতে না পারা লোকজন হুড়োহুড়ির সময় পায়ের নিচে চাপা পড়ে দম বন্ধ হয়ে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৮ হাজার মানুষ ধারণক্ষমতার স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরও জোর করে লোকজন ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।