অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার পশু শরীরেও ক্ষতিকর প্রভাব ফেলে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬১৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. আবু সাঈদ মো. মোসাদ্দেক। বর্তমানে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : অ্যান্টিবায়োটিক রেজিসটেন্সের সঙ্গে পশুপালনের সম্পৃক্ততা রয়েছে, সেটা যদি একটু বলতেন?
উত্তর : আমরা রোগী হিসেবে ফার্মাসিতে যাই অ্যান্টিবায়োটিক নিয়ে আসতে। সেই পশু পালনের ক্ষেত্রেও এই রকমই ঘটছে। নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা ফার্মেসিতে যাচ্ছি, ওষুধ নিয়ে আসছি এবং সেই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করছি পশুর ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রেও এটি ঘটছে। এতে সেই পশুকে আমি যখন খাদ্য হিসেবে ব্যবহার করছি, অথবা সেই পশুর সংস্পর্শে যখন আসছি, তখন সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে উঠছে। এটি আমাদের দেহে আর কাজ করছে না। সেজন্য পশু পালনের ক্ষেত্রে রোগ মুক্ত স্বাস্থ্য সম্মত পশু পালন নিশ্চিত করতে হবে। আবার স্বাস্থ্য সম্মতভাবে প্রতিপালন করতে হবে। আবার আমরা পশু থেকে বা কৃষি থেকে যে খাদ্যটি পাচ্ছি সেটি থেকেও যে প্রক্রিয়া করা হয়, সেটি নিশ্চিত করতে হবে।