অ্যালিয়েন!

নিউজ ডেস্ক : অ্যালিয়েন অর্থাৎ ভিনগ্রহের প্রাণীর সঙ্গে কথা আমরা সবাই হলিউডের বিভিন্ন সিনেমার বদৌলতে কম বেশি পরিচিত।

কিন্তু পৃথিবীতে এমন কোনো ব্যক্তির কথা জানেন কি, যিনি স্বেচ্ছায় নিজেকে অ্যালিয়েন বানাতে চান?

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ২২ বছর বয়সী ভিনি ওহ প্রায় ৫০ হাজার ডলার খরচ করেছেন নিজেকে অ্যালিয়েন বানানোর জন্য। ভিনি আসলে কোনো প্রকার লিঙ্গ বিহীন মানুষ হতে চান। আর এর জন্য তাকে নিতে হয়েছে প্রায় ১১০টি কসমেটিক ট্রিটমেন্ট।

ভিনির মেকআপ আর্টিস্ট বিশ্বাস করেন যে, ভিনি আসলে না ছেলে না মেয়ে বরং সে তার ভেতরের চরম অনুভুতির প্রকাশ করেছে নিজেকে প্রতিচ্ছবি হিসেবে।

ভিনি প্রায় ১ লাখ ৬০ হাজার ডলার খরচ করতে প্রস্তুত নিজেকে লিঙ্গ বিহীন অ্যালিয়েন বানানোর জন্য। এবং তিনি ইতিমধ্যে ৫০ হাজার ডলার খরচ করেছেন তার বিভিন্ন প্লাস্টিক সার্জারির ওপর।

১৯ এবং ২১ বছর বয়সে ভিনির নাকে দুইটি প্লাস্টিক সার্জারি করা হয় তার নাক পরিবর্তন করার জন্য। এবং এর আগে থেকেই ভিনি তার ঠোঁট ফিল্টার করতে থাকেন।

খুব অল্প বয়স থেকেই ভিনি অদ্ভুত পোশাক পরে রাস্তায় বের হতেন। এবং এটি তার কাছে খুব স্বাভাবিক মনে হতো।

ভিনি বলেন, ‘আমি আসলে নিজেকে যৌন ইচ্ছা শক্তির বাইরে রাখতে চাই। সর্বোপরি আমি নিজেকে অ্যালিয়েন করে তুলতে চাই, যা না ছেলে, না মেয়ে। আমার যখন ১৭ বছর বয়স আমি তখনি ডাক্তারের সঙ্গে কথা বলি এই ব্যাপারে। অনেকে এটা ভেবে ভুল করবেন না যে, আমি নিজেকে কোনো মেয়ের অবয়ব দিচ্ছি বরং আমি কোনো লিঙ্গের ভেতর পড়ি না।’

ভিনি বর্তমানে একটি এজেন্সি এবং টিভি শো ‘প্লাস্টিক অব হলিউড’ এ যোগদান করেছেন।

নিজেকে অ্যালিয়েনের মতো দেখানোর জন্য ভিনি প্রায় ৩৫টি লেজার ট্রিটমেন্ট নিয়েছেন। তিনি এখন তার শরীরের নাভি, স্তনবৃন্ত সহ বাকি যৌন চিহ্নগুলো মুছে ফেলতে চান।

তথ্যসূত্র: ডেইলি মেইল