আইএলও কর্মকর্তার ব্যবহৃত পাজেরো জিপ জব্দ

নিজস্ব প্রতিবেদক : আবারো শুল্কমুক্ত সুবিধায় আনা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কর্মকর্তার ব্যবহৃত পাজেরো জিপ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

শুল্ক আইন ভঙ্গ করার কারণে রোববার গুলশান এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

সূত্র আরো জানায়, জব্দকৃত গাড়িটি আইএলওর জুনিয়র প্রফেশনাল মিজ নিসকে জ্যানসেন ২০১৪ থেকে ব্যবহার করতেন। তিনি তার কাস্টমস পাশবুক সিবি ০০০২/১৫-এ গাড়ি এন্ট্রি করান। তবে তিনি গাড়ি ও পাশবুক হস্তান্তর না করে দেশ ত্যাগ করেন। গাড়িটি ইংলিশ ইন অ্যাকশনের গুলশান অফিস থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে বলেও শুল্ক গোয়েন্দা সূত্র জানায়।

এর আগে ২২ ডিসেম্বর প্রিভিলেজড পারসনের শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে আইএলও বাংলাদেশের সিনিয়র স্কিল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট কিশোর কুমার সিংয়ের ব্যবহৃত গাড়িটি জব্দ করেছিল শুল্ক গোয়েন্দারা।