আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে মসুলের প্রধান সরকারি ভবনের দখল নিয়েছে ইরাকি বাহিনী।
তবে আইএসের জঙ্গিদের সঙ্গে ইরাকি বাহিনীর যুদ্ধ অব্যাহত রয়েছে।
বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
মসুলের প্রধান শহরে ইরাকি বাহিনীর এই অগ্রগতির ফলে আইএসের বিরুদ্ধে যুদ্ধে সুবিধাজনক অবস্থান তৈরি হলো। প্রাচীন এই শহরে ঘনবসিত রয়েছে। এখনো সেখানে আইএসের জঙ্গিরা সংঘর্ষ চালিয়ে যাচ্ছে।
প্রতিদিন হাজার হাজার মানুষ মসুল ছেড়ে পালিয়ে যাচ্ছে। মসুলের প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ইরাকের আইএসের সবশেষ শক্তিশালী ঘাঁটি হলো মসুল। জানুয়ারি মাসে এ শহরের পূর্বাংশ দখল করে নেয় ইরাকি বাহিনী।
সরকারি ভবন দখলে নিতে সোমবার মধ্যরাতে হঠাৎ হামলা শুরু করে ইরাকি বাহিনী। এ হামলায় ভবনগুলোর প্রায় ধূলিসাৎ হয়ে গেলেও একে আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে।
রোববার মসুলের পশ্চিমাংশে প্রবল অভিযান শুরু করে ইরাকি বাহিনী।