আইটিএসসি ঢাবি শাখার ৩৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্টুডেন্ট কনফেডারেশন (আইটিএসসি) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৩৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি হয়েছেন সুমাইয়া আহমেদ, সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুল হোসেন ফারাবী।

কমিটির অন্য সদস্যরা হলেন- জান্নাতুল আকমাম, জাহিদ আবেদীন, খোরশেদ আলম, ইকবাল হোসেন, শারমিন আক্তার, জয় সরকার, নাদিয়া নওশিন, তাসনিম মোশাররফ, নিশাত সুলতানা, মনোয়ার হোসেন, মুশফিকা হক, পাভেল আশরাফ, তামজিদ হোসেন, জাকিয়া সুলতানা, মনির হোসেন, তানজিমা হৃদি, সিলভি আজাদ, আবু বকর, আনিকা নশিন, আসিফ শাহরিয়ার, শাহানাজ পারভিন, রুনা আক্তার, বুশরাত জাহান, টিপু সুলতান, অনুপ সাহা, মিনহাজুল করিম, আনিন্দিতা জয়া, আনন্দিতা খান, শাফিউদ্দিন, সারা মুরতাজা, সাদিয়া আক্তার, মুশফিকুর রহমান, রায়হান আহমেদ, সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি সাইফুল্লাহ রাব্বি।
পর্যটনের বিকাশের লক্ষ্যে ট্যুরিজমে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার কথা ব্যক্ত করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ফারাবী। তিনি বলেন, বাংলাদেশের ট্যুরিজমের শিক্ষার্থীদেরই পর্যটন নিয়ে বেশি ভাবতে হবে, তা নাহলে পর্যটন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। এতে অবশ্যই বাংলাদেশ সরকারের সহযোগিতা প্রয়োজন বলেন মনে করেন তিনি।