
সচিবালয় প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সাত খুনের মামলায় ২৬ জনের ফাঁসির রায় ঘোষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন রয়েছে। জনগণের সঙ্গে আমিও খুশি। আদালত স্বাধীনভাবে এ রায় দিয়েছেন।’
সোমবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ কক্ষে তিনি এসব কথা বলেন।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এটাই বড় বিষয়। অপরাধের ভয়াবহতা ও নৃশংসতার জন্য এ রায় তাদের প্রাপ্য ছিল।
তিনি বলেন, দেশের জনগণের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছিল তা নারায়ণগঞ্জে আলোচিত এ মামলার যুগান্তকারী রায়ের মাধ্যমে দূর হবে। এতে জনগণ সন্তুষ্ট হবে, নিরাপদ বোধ করবে।’
আনিসুল হক বলেন, ‘আসামিদের কে কোন পদ বা বাহিনীর, তা বিবেচ্য বিষয় ছিল না।’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের এ ঘৃণ্য ঘটনায় আদালত কর্তৃক দোষী প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের বিরুদ্ধে যথাযথ রায় দিয়েছেন। হত্যা মামলা প্রমাণিত হওয়ার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আদালত তাই দিয়েছেন।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এতো সংখ্যক সদস্যের ফাঁসির রায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়। সেভেন মার্ডার মামলার আজকের এই রায় তা আরো একবার স্মরণ করিয়ে দিল।’
তিনি বলেন, ‘এ রায়ের কপি আগামী ৭ দিনের মধ্যে হাইকোর্টে কনফার্মেশনের জন্য উপস্থাপন করতে হবে। এর পর দণ্ডপ্রাপ্তরা চাইলে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।’
সোমবার সকাল সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় ঘোষণা করেন।
রায়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১-এর চাকরিচ্যুত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, চাকরিচ্যুত কমান্ডার এম এম রানা, চাকরিচ্যুত মেজর আরিফসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার বাকি নয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।