আইপিএল আসর থেকে ছিটকে পড়েছেন মার্কাস

ক্রীড়া ডেস্ক: চলমান আইপিএল আসর থেকে ছিটকে পড়েছেন মার্কাস স্টয়নিস। কাঁধের চোটের কারণে এবারের আসর শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ান এ অলরাউন্ডারের।

সদ্য পাওয়া এ চোটের কারণে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতেও স্টয়নিসের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন তিনি।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গত শুক্রবার মাঠে নামার আগে অনুশীলনে চোট পান স্টয়নিস। ডাইভ দিতে গিয়ে কাঁধে আঘাত লাগে তার। এবারের আইপিএলে তার পারফরম্যান্স সন্তোষজনক নয়। ৫ ম্যাচ খেলে মাত্র ১৭ রান এসেছে তার ব্যাট থেকে। উইকেট পেয়েছেন কেবল দুটি।

অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্টয়নিস। জাতীয় দলের হয়ে তিন ওয়ানডের একটিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ওয়ানডেতে তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ১৪৬ রানের।