খেলা ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে আইপিএল। আর কোভিড-১৯ সংক্রমণে কারণে চলমান বছর যদি আসরটি মাঠে না গড়ায় তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ক্ষতি হতে পারে প্রায় অর্ধ বিলিয়ন ডলার। বোর্ডের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছেন।
তবে এ ক্ষেত্রে খেলোয়াড়দের থেকে আর্থিক কোনো কর্তন করা হবে কিনা সে ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি।
আইপিএলের ১২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আসরটি পুরোপুরি বাতিল হওয়ার আশঙ্কায় রয়েছে। যেখানে গত ২৯ মার্চ মাঠে গড়ানোর কথা ছিল বিশ্বে সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এ প্রসঙ্গে বলেন, ‘আইপিএল যদি মাঠে না গড়ায় তবে বিসিসিআই বড় একটা ক্ষতির আশঙ্কা করছে। এই ক্ষতির পরিমাণ ৪০ বিলিয়ন রুপি। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি।’
ভারত অন্য অনেক দেশের মতো নিজ দেশে ক্রিকেট ফেরাতে চাইছে। তবে সবুজ সংকেত হিসেবে তাদের সরকারের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা জানি না এ বছর কবে শুরু করতে পারবো।’