অর্থনৈতিক প্রতিবেদক : বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০১৫ পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের হাতে এ পুরস্কার তুলে দেন।
এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এম. খাইরুল হোসাইন, আইসিএমএবির সভাপতি আরিফ খান, আইসিএমএবি অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মুজাফফার আহমেদ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।