আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা বিলুপ্ত করা হলেও প্রস্তাবিত আইনের ৩২ ধারা হয়রানিমূলক

জ্যেষ্ঠ প্রতিবেদক : মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’কে কালো আইন অভিহিত করে বিএনপি বলেছে, আইনটি পাস হলে মানুষের বাকস্বাধীনতা বলে কিছ্ইু থাকবে না। সরকারের দুর্নীতি যাতে কেউ প্রকাশ করতে না পারে, সে জন্যই এ আইনটি করা হয়েছে দাবি করে দলটি বলছে, আইনের এই ধারায় সাংবাদিকরা হয়রানির শিকার হবেন। ৩২ ধারায় গণমাধ্যমের স্বাধীনতা বলেও কিছু থাকবে না জানিয়ে তিনি বলেন, ‘আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা বিলুপ্ত করা হলেও প্রস্তাবিত আইনের ৩২ ধারা হয়রানিমূলক। এ আইনে বাকস্বাধীনতাকে অপরাধে পরিণত করা হয়েছে। গণতন্ত্রকামীরাই ক্রিমিনাল হিসেবে অভিহিত হবে। ফিরে যাওয়া হবে মধ্যযুগের অন্ধকারে। এ সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করা যাবে না, প্রশ্ন করা যাবে না, সমালোচনা করলে সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড হবে।’

তিনি বলেন, ‘খসড়ায় জাতির পিতা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে প্রোপাগান্ডা, প্রচারণা এসবে মদদ দেওয়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।’

‘তাহলে তো মুক্তিযুদ্ধ নিয়ে কোনো গবেষণা বা কথাও বলা যাবে না। আওয়ামী লীগ বা সরকারের লোকজন যা বলবে তাই হবে ইতিহাস। সত্যিকার ইতিহাস তুলে ধরার চেষ্টা করে বা এ বিষয়ে কেউ মতামত দিলে তিনি অপরাধী হয়ে যাবেন। মূলত মানুষের সকল স্বাধীনতাকে হরণ করতেই এ আইনটি করা হয়েছে’, বলেন তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রণনয়নের উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনটি সংসদে পাস করা থেকে বিরত থাকার দাবি জানান রিজভী।

সুপারিশ আমলে নিচ্ছে না ইসি

রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইন সংস্কারের কাজ নাকি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজ্ঞায় না রাখা, বিতর্কিত ইভিএম, ডিভিএম ছাড়া আরো কিছু বিতর্কিত বিষয় আরপিও-তে রাখা হচ্ছে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সাথে অংশগ্রহণকারী অধিকাংশ রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের করা সুপারিশ আমলে না নিয়ে কমিশন আওয়ামী সরকারের প্রদর্শিত পথে হেঁটে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সজ্ঞায় সশস্ত্র বাহিনীকে না রাখার ফলে নির্বাচনী মাঠ সমতল হবে না, ভোটাররা নিরাপদে নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না।’

নির্বাচন কমিশনকে এই আইন প্রণয়নের উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে এ জেড এম জাহিদ হোসেন, আবদুস সালাম আজাদ, আবুল খায়ের ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।