ক্রীড়া ডেস্ক : আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যঙ্কিংয়ের রাজত্ব হারালেন সাকিব আল হাসান। তাকে হটিয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ জয়ের নায়ক মঈন আলী ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডার র্যঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন।
ভারত-শ্রীলঙ্কা কলম্বো টেস্ট ও কাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট শেষে আজ নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি।