আওয়ামীপন্থি ১০ জন ময়মনসিংহ আইনজীবী সমিতিতে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : রোববার দেশের প্রাচীনতম আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি প্যানেলে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৮১৪ জন ভোটারে মধ্যের ৭৭৭ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। সারারাত ভোট গণনা শেষে সোমবার সকালে রিটার্নিং অফিসার অ্যাডভোকেট শ্রী বাঁধন কুমার গোস্বামী সরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ১৮৮০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতিসহ ১০ জন এবং বিএনপি সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকসহ পাঁচজন জয়ী হয়েছেন।

নির্বাচিতরা হলেন- সভাপতি পদে মো. জালাল উদ্দিন খান (৪২৯ ভোট), সহসভাপতি আবুল হোসেন (৪৩১ ভোট) ও মো. আকরাম হোসেন (৩৭১ ভোট)। দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ড. মীর মিজানুর রহমান (৪৪১ ভোট)। সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সানাউর রহমান তসলিম (৪১২ ভোট), মো. সফিকুল ইসলাম (৩৯৮ ভোট), মো. আব্দুল মান্নান (৩৯০ ভোট)। অডিটর পদে মো. আনিসুজ্জামান আনিস ৩৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সদস্যরা হলেন- আব্দুল আলিম (৪০৪ ভোট), তালহা জুবায়ের তালহা (৪০০), মো. সাইফুল ইসলাম (৩৯৭ ভোট), ছাহবিয়া হক কানিজ (৩৯১ ভোট), রুমানা ছাদেক মিলি (৩৮৪ ভোট), রাইসুল ইসলাম (৩৬৫ ভোট), মো. কবির হোসেন (৩৬২ ভোট)।