নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নজিবুল্লা সরদার মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এ তথ্য জানান।
আগামীকাল বুধবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদে প্রথম জানাজা ও আসরের নামাজের পর কমলাপুর স্টেডিয়ামে দ্বিতীয় জানাজার পর নজিবুল্লা সরদারকে তার মুগদাপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।