আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয়

কুমিল্লা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয়।

শুক্রবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম যাবার পথে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় এক পথসভায় মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নিজেদের দলীয় কোন্দল দূর করতে হবে। দলের নিয়মশৃঙ্খলা মেনে চলতে হবে। নিয়মশৃঙ্খলা মানা না হলে দলের কাঠামোতে থাকার কারো অধিকার নেই।

ওবায়দুল কাদের আরো বলেন, হাতে বেশি সময় নেই। আগামী দুই বছর পরই জাতীয় নির্বাচন।ওই নির্বাচন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তাই নেতা-কর্মীদের গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠক ও গণসংযোগ করতে হবে।

এর আগে মন্ত্রী ঢাকা থেকে কুমিল্লা আসার পথে দাউদকান্দি ও আলেখারচরসহ বিভিন্ন এলাকায় পথসভায় যোগ দেন।