হবিগঞ্জ প্রতিনিধি : ‘আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করা। অমৃতা গ্রামের পাকা রাস্তা, কালভার্ট ব্রিজ ও বিদ্যুৎ উদ্বোধনের মাধ্যমে এ এলাকার উন্নয়নের যাত্রা শুরু হল। আগামীতে এ উন্নয়ন অব্যাহত থাকবে।’
শুক্রবার বিকেলে জেলার বাহুবল উপজেলার অমৃতাগ্রামে রাস্তা, ব্রিজ ও বিদ্যুৎ সংযোগ উদ্বোধন শেষে সাংসদ কেয়া চৌধুরী এসব কথা বলেন।
স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার বিশিষ্টজনদের নিয়ে রাস্তার নামফলক উদ্বোধন করেন সাংসদ কেয়া চৌধুরী।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. ছোলায়মান মিয়া, স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া, আওয়ামী লীগ নেতা আবদুল আহাদ, আবদুল গণি, উপজেলা প্রকৌশলী সুভাষ চন্দ্র দাশ, হাওর উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী সালাউদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, প্রতিবছর এখানে হাজার হাজার মণ ধান ও নানা ধরনের সবজি উৎপাদন হচ্ছে। কিন্তু যোগাযোগের জন্য রাস্তা ও ব্রিজ ছিল না। ব্রিজ ও পাকা রাস্তা হলে উৎপাদিত কৃষিপণ্য কৃষকরা হাট-বাজারে নিয়ে যেতে সহজ হবে। আর এসব পণ্য বিক্রি করে তারা সঠিক মূল্য পাবেন।