আকাশে পাইলটের হার্ট অ্যাটাক!

ওমানের রাজধানী মাসকট থেকে ঢাকায় আসার পথে মধ্য আকাশে পাইলট হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটের যাত্রী-ক্রুরা সবাই অক্ষত ও নিরাপদ আছেন।

শুক্রবার (২৭ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল জানান, ফ্লাইটটি জরুরি অবতরণের পর পাইলট নওশাদকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। উড়োজাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। যাত্রীদেরকে উড়োজাহাজ থেকে নামিয়ে টার্মিনালের লাউঞ্জে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যাত্রীদেরকে নাগপুর থেকে আনতে আমরা বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ধ্যায় একজন পাইলট ও সহকারী পাইলট নাগপুর যাবেন। তবে চিকিৎসক যদি ওই পাইলটকে উড়ার অনুমতি দেন তাহলে পাইলট নওশাদই ফ্লাইটটি নিয়ে দেশে ফিরবেন।