আক্রমনাত্মক খেলার আভাস

আক্রমনাত্মক খেলার আভাস

ক্রীড়া ডেস্ক : চলতি মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ড। সেই ক্ষতে মলম দিতে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ছন্দে ফিরতে বেপরোয়া দলটি।

বাংলাদেশ কন্ডিশনে আসলে নিজেদের হারিয়ে খুঁজে নিউজিল্যান্ড। তবে টাইগারদের বিপক্ষে এবারের সিরিজটি ঘরের আঙ্গিনায় বলে বেশ আত্মবিশ্বাসী দলটি। বাংলাদেশের বিপক্ষে জয় পেতে আক্রমনাত্মক খেলার ইঙ্গিত দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড চতুর্থ অবস্থানে রয়েছে। অন্যদিকে সপ্তম স্থানে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে এটা কোনো ব্যাপার নয়। শেষবারের দেখায় ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। চেনা কন্ডিশনে সেই ধারাবাহিকতা ধরে রাখার কথা জানিয়েছেন কিউই দলপতি।

দলীয় অনুশীলনের ফাঁকে এ প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘আমরা সেরাটা দিতে তাকিয়ে আছি। নিজেদের কন্ডিশনে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। আপনি সব সময়ই নিজের উন্নতি ঘটাতে চাইবেন। এ ধরনের প্রতিযোগিতায় চাপে থাকলে আপনাকে উল্টো ফল পেতে হবে। এই সিরিজে উইকেটে নিয়ে ভালো করতে আক্রমনাত্মক খেলাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

ঘরের মাঠে বাংলাদেশ সবশেষ বেশ  ক‘টি সিরিজে টানা জয় পেলেও নিউজিল্যান্ড সিরিজ কিছুটা চ্যালেঞ্জ আর নিজেদের প্রমান করার। কেননা ২০১৪ সালের আগস্টের পর এই প্রথম অ্যাওয়ে সিরিজে খেলছে বাংলাদেশ। আগামীকাল ভোর ৪টায় প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে এই প্রথমবারের মতো মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড।