আক্ষেপ রয়ে গেছে ওয়েইন রুনির

খেলা ডেস্কঃ ইংল্যান্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড গোলদাতা ওয়েইন রুনি বলেছেন, ‘স্বাভাবিক’ ফিনিশার না হওয়া সত্ত্বেও তার আরও গোল করা উচিত ছিল।

রেড ডেভিলদের জার্সিতে স্যার ববি চার্লটনের রেকর্ড ভেঙে সর্বোচ্চ ২৫৩ গোল করেন রুনি। সেই সঙ্গে স্যার চার্লটনকে টপকে ইংলিশদের জার্সিতে সর্বোচ্চ ৫৩ গোলও করেন তিনি।

সানডে টাইমসে লেখা এক কলামে ৩৪ বছর বয়সী ইংলিশ কিংবদন্তি ফরোয়ার্ড লেখেন, ‘আপনি বিষ্মিত হবেন, তবে আমি কখনও স্বাভাবিক গোলদাতা ছিলাম না। আমি কখনও একজন গ্যারি লিনেকার বা একজন রুদ ফন নিস্তেলরয় ছিলাম না।’

রুনি মাত্র ১৬ বছর বয়সে এভারটনের জার্সিতে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন রুনি। পরে গুডিসন পার্কে দুই বছর কাটিয়ে ২০০৪ সালে চলে আসেন ওল্ড ট্রাফোর্ডে। রেড ডেভিলদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫৯ ম্যাচ খেলেছেন ‘দ্য ওয়ান্ডার বয়’। ইংল্যান্ডের জার্সিত মাঠে নেমেছেন ১২০ ম্যাচ।