ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছোট ভাইয়ের আঘাতে ইদ্রিস মিয়া (৬০) নামে বড় ভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা সদর হাসপাতালে তিনি মারা যান। এর আগে বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁনপুর গ্রামে নিজ বাড়িতে আঘাতপ্রাপ্ত হন তিনি।
ঘটনাস্থলে থাকা আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, বাড়িতে ডিস লাইনের তার টানানো নিয়ে ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবীন মিয়া ও তার বড় ভাই ইদ্রিস মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নবীন মিয়া ঘরে থাকা মাছ ধরার অস্ত্র দিয়ে ইদ্রিস মিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নবীন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম মিয়া বলেন, আমরা কখনো শুনতে পাচ্ছি নবীন মিয়ার আঘাতে, আবার কখনো শুনতে পাচ্ছি নবীন মিযার ছেলের আঘাতে তিনি নিহত হয়েছেন। পুলিশি তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।