
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জালাল উদ্দিন বদু নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জালাল উদ্দিন (৩২) উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রামের দারু মিয়ার ছেলে।
জালাল উদ্দিনের বিরুদ্ধে মাদক ও চুরির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় থানার এএসআই মো. সেলিম এবং কনস্টেবল নয়ন বিকাশ চাকমা আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আখাউড়া থানার এসআই নাজমুল হাসান জানান, জালাল উদ্দিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। শুক্রবার সকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে নূরপুর গ্রামে মাদক উদ্ধারে যায় পুলিশ। এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জালালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।